পাকিস্তানকে আরও ২৪০ কোটি ডলার ঋণ দিয়েছে চীন

 পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দু’বছরে ওই পরিমাণ ঋণ পাকিস্তানকে দিচ্ছে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না (এক্সিম)। প্রথম ২০২৪ অর্থবছরে দেবে ১২০ কোটি ডলার। পরবর্তী অর্থবছরেও সমপরিমাণ ঋণ দেবে। এই দুই বছরেই পাকিস্তান ঋণের বিপরীতে সুদ পরিশোধ করবে।

 গত সপ্তাহ আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘোষণা দেন, একই আর্থিক প্রতিষ্ঠান পাকিস্তানকে কমপক্ষে ৬০ কোটি ডলার ঋণ দিয়েছে। তারপরই এই ঘোষণা এলো।

 এ ২৪০ কোটি ডলার ঋণ সহায়তা পাকিস্তাননে গত তিন মাসে চীনের দেয়া ৫০০ কোটি ডলার ঋণের অতিরিক্ত।  অর্থাৎ চীনের কাছে পাকিস্তানের মোট ঋণ দাঁড়াচ্ছে কমপক্ষে ৭৪০ কোটি ডলার। একটি দেশ হিসেবে পাকিস্তানকে দেউলিয়াত্ব এড়াতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর বিভিন্ন তহবিল। একই সঙ্গে পাকিস্তান আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের কাছ থেকেও ঋণ পাওয়ার চুক্তি নিশ্চিত করেছে। ৩০ জুন পাকিস্তানকে স্ট্যান্ডবাই অ্যারেঞ্জমেন্ট হিসেবে ৩০০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে আইএমএফ।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news