এক মাসের সংঘর্ষে মিয়ানমারে নিহত ৪২৫ সরকারি যোদ্ধা

 দেশটির জাতীয় ঐক্য সরকার গঠিত পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও উপজাতি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে এসব নিহতের ঘটনা ঘটেছে।
 জাতীয় ঐক্য সরকার জানিয়েছে জুন মাসে সংঘর্ষ হয়েছে ৩৭৪টি। এর মধ্যে ১০৩টি হামলা, ১২৫টি প্রতিরোধ হামলা এবং ৭৪টি ল্যান্ডমাইনের মাধ্যমে হামলা হয়েছে। ঐক্য সরকারের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সাগায়িং, মগওয়ে ও মান্দালয় অঞ্চল এবং উত্তরাঞ্চলীয় শান রাজ্য নিয়ে এক নাম্বার সামরিক অঞ্চল গঠন করা হয়েছে। উল্লিখিত সংঘর্ষগুলোর সময়ে ২৬ বার বিমান হামলা চালিয়েছে জান্তা সেনারা।

ঐক্য সরকার জানিয়েছে, সংঘর্ষে ৪২৭ জান্তা সেনা নিহত এবং অনেকে আহত হয়েছে। এছাড়া প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে নিহত হয়েছে ৪৭ জন এবং আহত ১৩৪।

ঐক্য সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এসব সংঘর্ষের সময় সেনাবাহিনী থেকে প্রচুর গোলাবারুদ পাওয়া গেছে। এর মধ্যে ২৫টি ড্রোন এবং ৪৮টি আগ্নেয়াস্ত্র রয়েছে।

সাগায়িং, মগওয়ে ও মান্দালয় অঞ্চল এবং শান রাজ্যে সংঘর্ষ প্রায় প্রতিদিনই অব্যাহত রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news