ফিলিপাইনে ফেরি ডুবি, অন্তত ২৬ জনের মৃত্যু

ফিলিপাইনের উপকুল রক্ষী বাহিনী (পিসিজি) জানিয়েছে, রাজধানী ম্যানিলার পূর্বে রিজাল প্রদেশের লাগুনা ডি বে  হ্রদে এ দুর্ঘটনা ঘটে। 

শুক্রবার কর্মকর্তাদের বরাত দিয়ে ফিলিপাইনের বার্তা সংস্থা জানায়, তালিম দ্বীপের কাছে বারানগাই কালিনাওয়ান শহরের উপকুল থেকে মাত্র ৫০ গজ দূরে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ফেরিটি ডুবে যায়। 

এরআগে প্রবল বাতাসে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীরা একদিকে চলে গেলে মোটর চালিত কাঠের তৈরি ছোট ফেরিটি ডুবে যায় । ফেরিটির ৪০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

ফেরি দুর্ঘটনাস্থলে উপকুল রক্ষী ও পুলিশ উদ্ধার ও অনুসন্ধান চালাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ফেরিটির ধারণা ক্ষমতা ছিল সর্বোচ্চ ৪২ জন। এটি অতিরিক্ত যাত্রী বহন করছিল।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, মৃত ও উদ্ধার করা লোকের সংখ্যা ছিল ৬৬। তবে তিনি মনে করেন যে ফেরিটির আরোহীর সংখ্যা এরচেয়েও বেশি ছিল।

ফিলিপাইনের উত্তরাঞ্চলে টাইফুন ডকসুরি বয়ে যায় বৃহস্পতিবার। এতে কয়েক জন নিহত হয়েছে এবং দেশটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news