স্পেনের নাগরিকত্ব পেলেন হিজাব খুলে দাবা খেলা সেই ইরানি তরুণী

কাজাখস্তানে একটি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় হিজাব খুলে অংশ নেওয়া ইরানি দাবাড়ু সরসাদত খাদেমাল শারিহ স্পেনের নাগরিকত্ব পেয়েছেন। হিজাব ছাড়া দাবা খেলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ইরান। জানুয়ারি মাসে স্পেনে পালিয়ে যান তিনি। বুধবার দেশটি তাকে নাগরিত্ব দেয় বলে জানিয়েছে রয়টার্স। 

সারা খাদেম নামে পরিচিত এই দাবাড়ু ড্রেস কোড না মেনে কাজাখস্তানে অনুষ্ঠিত এফআইডিই ওয়ার্ল্ড র‌্যাপিড ও ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করেছিলেন। সেই অপরাধে তাকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করা হয়। 

২৬ বছর বয়সী এই নারী বলেছেন, হিজাব ছাড়া দাবা খেলা বা এই প্রতিবাদী আচরণে আমার কোনও অনুশোচনা নেই।

বাধ্যতামূলকভাবে হিজাব পরা ইরানের একটি কঠোর আইন। এই আইন অমান্য করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয় ইরানি নারীদেরকে। গতবছর সেপ্টেম্বরের মাঝামাঝি ২২ বছর বয়সী ইরানি-কুর্দি নারী মাহসা আমিনিকে গ্রেফতার করে নৈতিকতা পুলিশ। তারপর পুলিশ হেফাজতে সেই নারীর মৃত্যু হয়। এই ঘটনায় ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news