পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সম্ভাব্য প্রধানের তালিকা প্রস্তত 

পাকিস্তানে বর্তমানে ক্ষমতাসীন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) জোট সরকার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেবে। ওই সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ক একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে জোট সরকার। শনিবার (২৯ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালকে দেওয়া এক সক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজ (পিএমএলএন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পিডিএম জোটের অন্যান্য শরিকদের সঙ্গে আলোচনা করে ৫ জনের নাম চুড়ান্ত করা হয়েছে।’ 

সংক্ষিপ্ত সেই তালিকায় কাদের নাম রয়েছে সে সম্পর্কে সাক্ষাৎকারে ভেঙে কিছু বলেননি খাজা আসিফ। তবে তিনি জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সংক্ষিপ্ত সেই তালিকায় পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারের নাম নেই। তার নিজের নাম রয়েছে কিনা দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানতে চাইলে প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার নামও নেই।

গত ১৩ জুলাই রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার সরকারের মেয়াদের শেষ দিন জানিয়ে দিয়ে বলেছিলেন, আগামী ১৪ আগস্ট নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তার নেতৃত্বাধনি পিডিএম জোট সরকার। তিনি এই ঘোষণা দেওয়ার পর পাকিস্তানে গুঞ্জন ওঠে, বর্তমান সরকারের অর্থমন্ত্রী ইসহাক দার হতে যাচ্ছেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এ গুঞ্জনের পক্ষে যুক্তি ছিল আইএমএফের সঙ্গে ঋণ সংক্রান্ত আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে ইসহাক দারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী করা প্রয়োজন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news