মণিপুরের ইম্ফলে ১৫টি বাড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা, সহিংসতায় ৩ জন নিহত

সংঘাতবিক্ষুব্ধ মণিপুরে অব্যাহত সহিংসতায় আরও তিনজন নিহত হয়েছে। এ নিয়ে ২৪ ঘণ্টায় পিতাপুত্রসহ ৬ জন নিহত হয়েছে। রাজ্যের বিষ্ণুপুর-চূড়াচাঁদপুর সীমান্ত এলাকায় শনিবার দিনব্যাপি সংঘর্ষে ১৬ জন আহত হয়েছে। পরবর্তীতে সেনাবাহিনী ওই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে একজন বিচ্ছিন্নতাবাদীকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে রাজধানী ইম্ফলের পশ্চিম জেলায় শনিবার সন্ধ্যায় উন্মত্ত জনতা লাংগল গ্রামে ঢুকে ১৫টি বাড়ি জ্বালিয়ে দেয়। এলোপাথাড়ি গুলিও ছোড়ে তারা। পায়ে গুলি লেগে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন।

এক পর্যায়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। রোববার সকালে ইম্ফল পশ্চিমের পরিস্থিতি শান্ত বলে জানা গিয়েছে। তবে ওই এলাকায় প্রচুর পুলিশ এবং আধা সামরিকবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। রোববারও কার্ফু জারি রয়েছে ওই এলাকায়। শনিবার দুপুরের দিকে উত্তেজনা ছড়ায় ইম্ফল পূর্ব জেলাতেও। সেখানকার চেকন এলাকায় একটি বড় বাণিজ্যিক ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এখানেও এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি।

শনিবার একটি সংগঠন ইম্ফলের দুই জেলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল। ওই সংগঠনের মিছিলের জেরে দৈনন্দিন কাজকর্ম প্রায় স্তব্ধ হয়ে যায়। শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার মেইতেই অধ্যুষিত কাওয়াকটা এলাকায় সশস্ত্র কুকি জঙ্গিদের হামলায় তিন জনের মৃত্যু হয়েছে। পাল্টা হামলায় ওই এলাকায় কুকিদের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় মৃত্যু হয় দু’জনের।

উল্লেখ্য, গত ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে মণিপুরে সহিংস আন্দোলন শুরু হয়। মণিপুর হাই কোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এর পরেই জনজাতি সংগঠনগুলি তার বিরোধিতায় পথে নামে। আর সেই ঘটনা থেকেই সংঘাতের সূচনা হয় সেখানে। মণিপুরের আদি বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি, জো-সহ কয়েকটি তফসিলি জনজাতি সম্প্রদায়ের (যাদের অধিকাংশই খ্রিস্টান) সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় দু’শো জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি ছেড়ে শরণার্থি শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় ৬০ হাজার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

news