গাজায় পর্যবেক্ষণ চৌকিতে ইসরায়েলি বিমান হামলা 

ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির একটি প্রতিরোধ পর্যবেক্ষণ চৌকিতে শুক্রবার হামলা চালানোর কথা জানিয়েছে। এটি গত জুলাই মাসের পর গাজায় এটি প্রথম ইসরায়েলি বিমান হামলার ঘটনা। তবে এতে কেউ হতাহত হয়নি।

এর আগে শুক্রবার সকালে ফিলিস্তিনীরা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া কারনি সীমান্ত ক্রসিংয়ের কাছে সমবেত হয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেন। এএফপির একজন সাংবাদিক জানান, এ সময় তারা সীমান্তে অবসিথত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর ও বিস্ফোরক নিক্ষেপ করেন। গুলিতে দুইজন বিক্ষোভকারী আহত হয়েছেন। বিক্ষোভের সময় প্রতিবাদকারীরা টায়ার জ্বালায়। এতে গোটা এলাকায় কাল ধুঁয়ায় ছেয়ে যায়।

ফিলিস্তিনী মেডিকেল সূত্র জানিয়েছে, সীমান্তের বিভিন্ন এলাকায় বিক্ষোভকালে ১২ জন ফিলিস্তিনী আহত হয়েছেন। 

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, বিক্ষোভকালে তাদের দিকে কয়েকটি বিস্ফোরক ও গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

news