বাবরি মসজিদের স্থানে নির্মিত হল সুরম্য মন্দির, জানুয়ারিতে উদ্বোধন
বাবরি মসজিদ

একদশক আগে জাতীয় নির্বাচনের সময় বাবরি মসজিদের স্থলে রাম মন্দির তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী জানুয়ারি মাসে বিরোধপূর্ণ স্থানে নির্মিত মন্দিরটি উদ্বোধন করার কথা ঘোষণা দেওয়া হয়েছে।

রাম জন্মভূমি মন্দিরের প্রথম বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয় গত বৃহস্পতিবার। ঐতিহাসিক বাবরি মসজিদকে কল্পিত রামের জন্মভূমি আখ্যা দিয়ে মসজিদটি গুড়িয়ে দেয় বিজেপির সমর্থক চরম উগ্রহিন্দুত্ববাদীরা ১৯৯২ সালের ৬ ডিসেম্বর।

উত্তর প্রদেশের অযোধ্য নগরীতে ছিল ষোড়শ শতকের বাবরি মসজিদ। মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নরিপেন্দ্র মিশ্র বলেছেন, স্বর্ণের বার দিয়ে সজ্জিত মন্দিরে ভারতের নানা বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। ১৫২৮ সালে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় নির্মিত হিন্দু মন্দিরের নামকরণ করা হবে ভারতে মধ্যাঞ্চলের প্রধান দেবতা রামের নামে।

মন্দির নির্মানের ঘটনা ২০২৪ সালে ভারতে সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের অবস্থানকে শক্তিশালী করবে বলে অনেকে মনে করছেন। এতে এক দশক আগে হিন্দুদের কাছে করা মোদির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হবে। তবে মিশ্র দাবি করেছেন যে, এ নির্বাচনের সঙ্গে মন্দিরটি উদ্বোধনের কোনো সম্পর্ক নেই।

যেখানে মন্দিরটি নির্মাণ করা হলো সেখানে ৪শ’ বছর ধরে বাবরি মসজিদ ছিল। বর্তমানে ক্ষমতাসীন বিজেপির সমর্থকরা হিন্দুরা চরম বর্বরভাবে মসজিদটি গুড়িয়ে দেয় তিন দশক আগে। এ ঘটনার পর ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে সারা ভারতে। তাতে ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। নিহতদের প্রায় সবাই ছিল মুসলমান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news