আফগানিস্তানে নারীদের প্রতি আচরণের নিন্দা নিরাপত্তা পরিষদের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে আফগানিস্তানের নারী ও মেয়েদের ওপর তালেবানের আচরণের নিন্দা করেছে তবে ‘লিঙ্গ বর্ণবাদ’ অভিহিত করার আহ্বানকে অনুমোদন করেনি। 

আফগানিস্তানে নারীদের প্রতি তালেবান সরকারের আচরণকে আনুষ্ঠানিকভাবে ‘লিঙ্গ বর্ণবাদ’ হিসেবে অভিহিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মঙ্গলবার আহ্বান জানান বিশেষজ্ঞরা।

করিমা বেনাউনি বলেছেন যে, তালেবানরা নারী অধিকার সমুন্নত করতে কেবল ব্যর্থই হয়নি তারা নারীদের নির্যাতন করাকে সরকার ব্যবস্থা মূল অংশে পরিণত করেছে। তিনি বলেন বিশ্বে দেশের ৫০ ভাগ জনসংখ্যার প্রতি এমন আচরণ নজীরবিহীন।

নিরাপত্তা পরিষদের বৈঠককালে বেনিউন বলেন যে, জাতিসংঘ মহাসচিব এন্টেনি গুতেরেস ও কয়েকটি সরকর ইতোমধ্যে মেয়ে ও নারীদের প্রতি তালেবানের আচরণকে  এক ধরণের বর্ণবাদ বলে অভিহিত করেছে। বৈঠককালে জাতিসংঘের নারী বিষয়ক নির্বাহী পরিচালক সিমা সামি বাহোস বেনিএনর  বক্তব্যকে সমর্থন করেন।

নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশও আফগানিস্তানে নারীদের ওপর আচরণের নিন্দা করেছে।

news