ইরানের সুপ্রিম কোর্টে গুলিবর্ষণের ঘটনায় দুই সিনিয়র বিচারপতি নিহত হয়েছেন। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত আদালত ভবনে শনিবার সকালে এই ঘটনা ঘটে। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেন।
বিচার বিভাগের বিবৃতি অনুযায়ী, নিহতরা হলেন হুজ্জাত আল-ইসলাম রজিনি ও হুজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মকিসে। তারা দুজনই বিভিন্ন শাখার দায়িত্বে ছিলেন এবং জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবিরোধী মামলাগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
বিচার বিভাগীয় মুখপাত্র আসগার জাহাঙ্গির জানান, একটি হ্যান্ডগান হাতে নিয়ে হামলাকারী কোর্টরুমে ঢুকে বিচারকদের লক্ষ্য করে গুলি চালায়। তবে হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তেহরান টাইমস জানিয়েছে, এই ঘটনায় একজন দেহরক্ষীও আহত হয়েছেন। এদিকে, হামলায় সম্ভাব্য জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
রজিনি ১৯৯৮ সালে হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। অন্যদিকে মকিসে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়েন। অভিযোগ ছিল, তিনি অনিয়মিত বিচার পরিচালনা ও ভিত্তিহীন অভিযোগে মানুষকে শাস্তি দিয়েছেন।
ইরানে বিচারকদের লক্ষ্য করে হামলার ঘটনা বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
২০২৩ সালের এপ্রিল মাসে মাযান্দারান প্রদেশে শীর্ষ শিয়া ধর্মগুরু আব্বাস আলি সোলেয়মানিকে গুলি করে হত্যা করা হয়। একইভাবে ২০০৫ সালে খ্যাতনামা বিচারপতি হাসান মোগাদ্দাসকে তেহরানের একটি ব্যস্ত এলাকায় তার গাড়িতে গুলি করে হত্যা করা হয়েছিল।
সূত্র: আল জাজিরা ও অন্যান্য সংবাদমাধ্যম।