সাইফার মামলায় ইমরান খান ও কোরেইশীকে দোষী সাব্যস্ত করে এফআইএর চার্জশিট

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি (এফআইএ) শনিবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশীকে রাষ্ট্রীয় গোপন নথি প্রকাশ্যে আনার জন্য দোষী সাব্যস্ত করে চার্জশিট দাখিল করেছে। 

পাকিস্তান অবজারভারের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান ও তার ডেপুটি কোরেইশী অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় গঠিত বিশেষ আদালতের নির্দেশে বর্তমানে জুডিশিয়াল রিম্যান্ডে রয়েছেন। 

ইমরান খানকে গত মাসে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের মার্চ মাসে ওয়াশিংটন দূতাবাস থেকে গোপন কূটনৈতিক ক্যাবলে (সাইফার) পাঠানো একটি নথি ফাঁস করে ইমরান খান রাষ্ট্রীয় গোপনীয়তা লংঘন করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 

এফআইএ আদালতে পিটিআইয়ের দুই নেতার বিরুদ্ধে বিচার কাজ শুরু করার আবেদন করেছেন।

news