ইউক্রেনের আরও অঞ্চল রাশিয়ার সঙ্গে একীভূত করা হবে : মেদভেদেভ

গত বছরের ২৯ সেপ্টেম্বর ইউক্রেনের দখলকৃত দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল রাশিয়ার সঙ্গে একীভূত করে মস্কো।  রাশিয়া। ওই দখলকৃত অঞ্চল একীভুত করার এক বছর পূর্তির পরের দিন এমন হুমকি দিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির নিরাপত্তা কাউন্সিলের বর্তমান চেয়ারম্যানর দিমিত্রি মেদভেদেভ। 

তিনি বলেছেন, ‘কিয়েভের নাৎসি সরকার পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চলবে। জয় আমাদের হবে এবং রাশিয়ার সঙ্গে যুক্ত হবে আরও নতুন অঞ্চল।’

গত বছর কয়েক দফা ‘কথিত’ গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চল নিজের সঙ্গে একীভূত করে রাশিয়া। ওই অঞ্চলের সাধারণ মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে এবং ভয়প্রীতি প্রদর্শন করে ভোট দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছিল। গণভোটের পর ওই চার অঞ্চলের প্রক্সি সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সেগুলোকে রাশিয়ার অংশ হিসেবে যুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

news