আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনিদের মিছিল; সাম্রাজ্যবাদ নিপাত যাক শ্লোগান

ইয়েমেনে আজ (শুক্রবার) মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিশাল মিছিল হয়েছে। এই মিছিলের নাম দেওয়া হয়েছে 'সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বজ্রকন্ঠ'।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা শহীদ হোসেইন বদরউদ্দিন আল হুথির নীতি-আদর্শের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর এই মিছিলের আয়োজন করে সেদেশের জনগণ। এ সময় তারা ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শ্লোগান দেয়।

বিক্ষোভকারীরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তোলেন- 'সাম্রাজ্যবাদ নিপাত যাক'। তারা সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং এর পেছনের শক্তিগুলোর অপকর্মের সমালোচনা করেন। 

সা'দা শহরে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণমিছিলের আয়োজকেরা বলেছেন, জনগণকে সাম্রাজ্যবাদী আমেরিকার অন্যায় তৎপরতা ও আগ্রাসী নীতি সম্পর্কে সচেতন করাই এই মিছিলের উদ্দেশ্য। এর মাধ্যমে বারবারই জনগণের সামনে আমেরিকা ও ইসরাইলের মুখোশ উন্মোচন করার চেষ্টা করা হয়। এর ফলে সাম্রাজ্যবাদী ও আগ্রাসী শক্তির কাছ থেকে ধোঁকা খাওয়ার আশঙ্কা হ্রাস পায়।  

আজকের মিছিল সমাবেশে দেওয়া ভাষণে প্রভাবশালী রাজনীতিবিদ ইব্রাহিম আল-ওবায়দি বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু জনগণ আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। মানুষ প্রতিরোধকামী নেতৃত্বের প্রতি অনুগত।

সমাবেশে সাদ্‌রউদ্দিন আমের নামের আরেক রাজনীতিবিদ বলেছেন, ইয়েমেনি জনগণ বজ্রকন্ঠে এটাই বলতে চেয়েছে যে তারা সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রের শিকার।

মিছিল ও সমাবেশ শেষে প্রকাশিত এক বিবৃতিতে মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি তাদের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দখলদার ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ও হত্যা-নির্যাতনের নিন্দা জানিয়ে এর পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news