ইমরানকে হত্যার ছক, ইসলামাবাদে ১৪৪ ধারা জারি, শহর ঘিরেছে বাহিনী

সদ্য ক্ষমতাচ্যুত পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran khan) হত্যার ছক কষা হয়েছে। শনিবার বেশি রাতে এই খবর পেয়ে গোটা ইসলামাবাদ (Islamabad) জুড়ে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। রাজধানী জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। শহরে যাবতীয় জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

এদিকে, নেতাকে (Imran Khan) হত্যার ষড়যন্ত্রের খবর জানাজানি হতেই সক্রিয় হয়ে উঠেছে ইমরান সমর্থকেরা। তারা বলছে, আমাদের নেতার গায়ে হাত পড়া মানে পাকিস্তানকে আঘাত করা। হামলা হলে আমরা ছেড়ে কথা বলব না। তবে ইমরান নিজে এখনও মুখ খোলেননি।

সূত্রের খবর, আজ ইসলামাবাদে বানিগালা এলাকায় যাওয়ার কথা ইমরানের। সেটি একটি আবাসিক এলাকা। বহু মানুষের বাস।

শনিবার রাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলির কাছে খবর আসে প্রাক্তন প্রধানমন্ত্রীকে রবিবার হত্যার ছক কষা হয়েছে। এই খবর স্রেফ গুজবও হতে পারে। কিন্তু প্রশাসন ঝুঁকি নেয়নি। ওই খবর আসা মাত্র দ্রুত শহরের পরিস্থিতি বদলে যায়। ইসলামাবাদের কিছু এলাকা সারা রাতই জনজীবন সচল থাকে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী সেই সব এলাকায় নজরদারি, তল্লাশি শুরু করে। সকাল হতেই জারি হয় ১৪৪ ধারা।


কারা এই ষড়যন্ত্র করেছে তা নিয়ে পুলিশ-প্রশাসন কোনও মন্তব্য করেনি। এই সুযোগে হাওয়া গরম করে দিয়েছে ইমরান সমর্থকেরা। তাদের অভিযোগ, নিরাপত্তা এজেন্সিগুলিই এই ষড়যন্ত্র করেছে। অন্যদিকে, নিরাপত্তা বাহিনীগুলি ইমরানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে। তাদের বক্তব্য, বানিগালা এলাকায় তিনি কখন যাবেন, সঙ্গে কারা থাকবেন, এসব কিছু তাদের জানানো হচ্ছে না। ফলে নিরাপত্তার পরিকল্পনা করা কঠিন হয়ে পড়ছে।

গত এপ্রিলে ক্ষমতা হারানোর পর থেকেই ইমরান মাঠে-ময়দানের রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েছেন। তাঁর সমর্থকদের বিক্ষোভ আন্দোলনে জেরবার পাক প্রশাসন। ইতিমধ্যে কয়েক হাজার সমর্থককে জেলে ঢুকিয়েছে পুলিশ। কিন্তু পরিস্থিতি এখনও বেশ উত্তপ্ত। ইমরানের দাবি, অবিলম্বে দেশে সাধারণ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। ঘোলা জলে মাছ ধরতে বসে নেই বর্তমান সরকারও। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার দাবি করেছেন, একটি দেশ থেকে তাঁকে বার্তা দেওয়া হয়েছে, তিনি প্রধানমন্ত্রীর গদি না ছাড়লে পাকিস্তানের কপালে ঘোর দুঃখ আছে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news