চীনে ব্যায়ামাগারের ছাদ ধসে নিহত ৩
চীনের হেইলংজিয়াং প্রদেশে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে দেশটির জনগণ অনলাইনে বেশ উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেছেন। নিহত তিনজনই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এর আগে গত জুলাই মাসে এই প্রদেশেরই কিকিহারে মিডল স্কুলের শরীরচর্চা ভবনের ছাদ ধসে পড়ে ১১ জন নিহত হয়েছিলেন।
গত মঙ্গলবার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, জিয়ামুসি শহরে ইউয়েচ্যাং জিম স্টেডিয়ামে এ দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।
প্রদেশটিতে কয়েক দিন ধরে অসময়ের ঠান্ডা আবহাওয়া ও তুষারপাত হচ্ছে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, বাস্কেটবল কোর্টে তুষারে ঢাকা কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে আছে কি না, সেই খোঁজ করছেন উদ্ধারকর্মীরা। আরেকটি ভিডিওতে দেখা যায়, একজন নারী বরফে ঢাকা রাস্তার ওপর দিয়ে দৌড়ে যাচ্ছেন আর বলছেন, ‘আমার ছেলে, আমার ছেলে আছে সেখানে।’
কর্তৃপক্ষ এ ঘটনায় ব্যায়ামাগারে দায়িত্বে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তবে কী কারণে ভবনের দ্বিতীয় তলাটি ভেঙে পড়ল, তা নিশ্চিত নয়। এরই মধ্যে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে জিয়ামুসির দুর্ঘটনার ভিডিও ১৩০ কোটির বেশি মানুষ দেখেছেন। তারা এই দুর্ঘটনা কেন ঘটল, তার কারণ জানতে চেয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি