গণতন্ত্রের নামে দুর্নীতিবাজ কর্তৃত্ববাদী সরকারকে সহায়তা করছেন বাইডেন

 যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সাবেক নেত্রী ও ২০২০ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী তুলসি গাবার্ড মঙ্গলবার এক এক্স বার্তায় এ কথা বলেন।

তুলসি গাবার্ড লিখেন, জেলেনস্কি ইউক্রেনের মিডিয়াকে নিজের দখলে নিয়ে প্রচারণা চালাচ্ছেন। সেখানে ইউক্রেনের বিরোধীদলগুলোর বা অর্থডক্স গির্জ্জার কোন সংবাদ প্রকাশ হয় না। জেলনস্কি যুদ্ধের দোহাই দিয়ে আগামী মার্চে ইউক্রেনের নির্বাচনকেও পিছিয়ে দিয়েছেন। অথচ বিরোধীরা নির্বাচন চাচ্ছে। এমন অবস্থা ইরাকের ক্ষেত্রেও। সেখানেও নির্বাচন পিছিয়ে দিয়েছে ইরাকি সরকার। বিরোধী দলের মতামতকে গুরুত্বই দেয়া হচ্ছে না।

তিনি লিখেন, বাইডেন মুখে বলেন, তার মিশন হলো গণতন্ত্র উদ্ধার ও কর্তৃত্ববাদের অবসান। কিন্তু তিনি আমেরিকানদের অর্থে সারা বিশ্বে গোপনে দুর্নীতিগ্রস্থ কর্তৃত্ববাদী সরকারগুলোকেই সহায়তা করে যাচ্ছেন তাতে ক্ষতিগ্রস্থ হচ্ছে আমেরিকান ও বিশ্বের গণতান্ত্রিক জনগণ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news