গাজায় সংঘাত আরও বিস্তারের সম্ভাবনা অনিবার্য হয়ে পড়েছে: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুলহাইয়ান ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছে, গাজার পরিস্থিতি উদ্বেগজনক।

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের আগ্রাসন বন্ধ, অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং গাজার অবরোধ ও যুদ্ধবিধ্বস্ত জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে কীভাবে রাজনৈতিক উপায় ব্যবহার করা যায় তা নিয়ে দু’দেশ আলোচনা করেছে। দুই মন্ত্রী যুদ্ধবিরতি নিয়েও কথা বলেছেন।

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুলহাইয়ান বলেন, গাজার নাগরিকদের ওপর ইসরায়েলি হামলা তীব্র করার কারণে এ সংঘাত আরও বিস্তারের সম্ভাবনা এখন অনিবার্য হয়ে পড়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news