দিনে ৬০টিরও বেশি লাশে কাফন পরান গাজার আবু সাহের

ঘরটি বেশ ছোট। সাদা টাইলস লাগানো। সেখানে প্রতিদিন একমনে কাজ করে যান আবু সাহের আল মাঘারি। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যায় সাদা কাফনের কাপড় আর মরদেহ নিয়ে। খুব যত্ন করে মৃত মানুষের শরীরে অন্তিম পোশাক কাফনের কাপড় পরিয়ে দেন তিনি।

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-আকসা হাসপাতালে ১৫ বছর ধরে এ কাজ করছেন ৫৩ বছর বয়সী আবু সাহের। তবে ইদানীং তার ব্যস্ততা অনেক বেড়েছে। কারণ, ইসরায়েলের নির্মম হামলার কারণে প্রতি মুহূর্তে হাসপাতালটিতে একের পর এক মরদেহ আসছে।

মরদেহ নিয়ে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন আবু সাহের। তার শুভ্র দাড়ি দিয়ে গড়িয়ে পড় ছিল চোখের পানি। বললেন, ‘এতটা কঠিন সময় জীবনে আর কখনো আসেনি। আগে দিনে ৩০ থেকে ৫০টি মরদেহে কাফন পরাতাম। তাদের সবার মৃত্যুই স্বাভাবিক ছিল।

সাহের বলেন, ‘এর আগে যতবার ইসরায়েল হামলা চালিয়েছিল তখনো মৃতের সংখ্যা বাড়তো, বেশি কাফন পরাত হতো, কিন্তু তা কখনো দিনে ৬০টির বেশি হতো না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news