বিমান থেকে ফের গাজায় ত্রাণ ফেলল জর্ডান

 জর্ডানের সেনাবাহিনী রোববার (১২ অক্টোবর) বিমান থেকে ত্রাণ হিসেবে আরেক দফা চিকিৎসা সরঞ্জাম ফেলেছে অবরুদ্ধ গাজা উপত্যাকায়। সেখানে জর্ডানের একটি ফিল্ড হাসপাতাল রয়েছে।

খবরে বলা হয়েছে, এ কাজে জর্ডানকে সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহযোগিতা করেছে। এর ফলে এ হাসপাতাল গাজার ফিলিস্তিনিদের চিকিৎসা সহায়তা প্রদান করতে পারবে।

জর্ডানের বার্তাসংস্থা পেত্রা জানায়, গাজা উপত্যাকায় অব্যাহত ইসরায়েলি হামলা চলার মধ্যে প্যারাসুটের সাহায্যে এসব ত্রাণ হাসপাতালটিতে ফেলা হয়েছে।

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বলেন, ৬ নভেম্বর জর্ডানের বিমান বাহিনী জর্ডানের হাসপাতালের জন্য জরুরী চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ করে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news