মিয়ানমারে জান্তা বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

লড়াই চলাকালে বিদ্রোহী গোষ্ঠী ক্যারেননি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স ( কেএনডিএফ) বিমনটিকে ভূপাতিত করার দাবি করেছে।

থাই সীমান্তের কাছে মিয়ানমারের কায়াহ রাজ্যের রাজধানী লউকিউতে তুমুল যুদ্ধের সময় শনিবার বিমানটিকে ভূপাতিত করে বিদ্রোহীরা। মিয়ানমারে কয়েকটি ফ্রন্টে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে দেশটির সামরিক বাহিনী।

তবে রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জান্তা মুখপাত্র জাও মিন তুন বলেন, ‘টেকনিক্যাল সমস্যার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং ঘটনার পর পাইলট নিরাপদে বের হয়ে এসেছে।’

চীন সামান্তের কাছে শান রাজ্যেও চলছে লড়াই। এরই মধ্যে সেখানে বেশ কিছু শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা। বাস্তুচ্যুত হয়েছে ৫০ হাজারের বেশি নাগরিক।

মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালের সামরিক অভুত্থানের পর এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে, বলছেন বিশ্লেষকরা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news