গ্রেটা থানবার্গের বক্তব্যে বাধা দিলেন অনাকাঙ্খিত ব্যক্তি

আমস্টারডামে পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ বক্তব্য রাখছিলেন ফিলিস্তিনিদের অধিকার আদায়ের পক্ষে। গ্রেটা যখন মঞ্চে মাইক্রোফোন হাতে বলছিলেন, যারা ক্ষমতায় থাকে তারা কথা শোনে না। তখন হঠাৎ এক ব্যক্তি মঞ্চে উঠে এসে গ্রেটার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন এবং বলেন যে, আমি এখানে এসেছি আবহাওয়া ও পরিবেশ রক্ষা নিয়ে কথা শুনতে রাজনৈতিক মতাদর্শের কথা শুনতে নয়।

গ্রেটা মঞ্চে এর আগে এক ফিলিস্তিন ও আরেক আফগান নারীকে আমন্ত্রণ জানান।

মঞ্চের সামনে তখন বেশ কয়েক হাজার নারী ও পুরুষ দর্শক ও শ্রোতা হয়ে এ অনাকাঙ্খিত ঘটনা অবলোকন করেন।

ওই ব্যক্তির হাত থেকে গ্রেটা তার মাইক্রোফোন কেড়ে নিতে সক্ষম হন এবং তাকে শান্ত হওয়ার অনুরোধ জানান।

গ্রেটার পরণে এসময় ফিলিস্তিনি কেফায়া স্কার্ফ শোভা পাচ্ছিল।

এসময় গ্রেটা প্রতিবাদী কণ্ঠে বলে ওঠেন, দখলকৃত ভূমিতে কখনো জলবায়ু ন্যায্যতা থাকতে পারে না।

মঞ্চে উঠে আসা ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরণে একটি সবুজ জ্যাকেট ছিল। জ্যাকেটে ‘ওয়াটার ন্যাচারলিজক’ লেখা ছিল যেটি নেদারল্যান্ডের ওয়াটার বোর্ডের নির্বাচিত সদস্যের পরিচিতি বুঝায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news