কয়েন টসের মাধ্যমে নির্বাচিত হয়েছেন শহরের মেয়র

 অবিশ্বাস্য হলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। শুক্রবার (১৭ নভেম্বর) দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় এভাবেই শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা শহরে কয়েন টসের মাধ্যমে মেয়র নির্বাচিত হয়েছেন। দুজন মেয়রপ্রার্থী সমান ভোট পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শহরের মেয়র নির্বাচনে রবার্ট বার্নস ও বব ইয়ানাসেক নামের দুজন প্রার্থী সমান ভোট পেয়েছেন। তারা উভয়েই ৯৭০ ভোট পেয়েছিলেন। পরে টসের মাধ্যমে বার্নস শহরের মনরোর নতুন মেয়র নির্বাচিত হন। তারাসহ ভোটাভুটিতে মোট পাঁচজন প্রার্থী ছিলেন। নির্বাচনে সমান ভোট পাওয়ায় শুক্রবার দুই প্রার্থী স্থানীয় নির্বাচন বোর্ডের একটি সভায় যান। সেখানে পুনরায় ভোট গণনা বাতিল করা হয়। ফলে আইনানুসারে টাই ব্রেকার ডাকা হয়।

নির্বাচনী কর্মকর্তার তত্ত্বাবধানে টস করা হয়। এতে বার্নস শহরের মেয়র নির্বাচিত হন। এ সময় তার সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news