পশ্চিমা দেশে গিয়ে ‘উধাও’ হচ্ছেন পাকিস্তানের বিমানসেবিকারা!
সম্প্রতি কানাডায় গিয়ে নিখোঁজ হন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর বিমানসেবিকা মারিয়ম রাজা। তাঁর হোটেলের ঘর থেকে একটি চিরকুট পাওয়া গিয়েছে। সেখানে তিনি পিআইএ-কে ধন্যবাদ জানিয়েছেন।
আনন্দবাজার জানায়, ২৬ ফেব্রুয়ারি সোমবার ইসলামাবাদ থেকে কানাডার টরন্টোর উদ্দেশে রওনা দিয়েছিল পিআইএ-র একটি বিমান। পরের দিন ওই বিমানটির পাকিস্তানে ফেরার সময় মারিয়মকে দেখা যায়নি।
অনুরূপ ঘটনা শেষ বার ঘটেছিল জানুয়ারিতে। পাকিস্তান থেকে আর ফইজা মুখতার নামে এক বিমানকর্মী কানাডায় গিয়েছিলেন। তিনিও আর ফেরেননি।
২০২৩ সালে সাত জন পিআইএ কর্মী কানাডায় গিয়ে আর ফেরেননি।
২০২৩-এর ডিসেম্বরেও পিআইএ-র দু’জন বিমানকর্মী কানাডার টরন্টোয় ‘উধাও’ হন।
গত বছরের শেষ দিকে যাঁরা পাকিস্তান থেকে কানাডায় গিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছে আয়াজ কুরেশি, খালিদ আফ্রিদি, ফিদা হুসেন শাহ প্রমুখ। ওই বছর মোট চার জন বিমানকর্মী কানাডায় যান।
২০২৩ সালের মতো ২০২২ সালেও পাকিস্তানের চার বিমানকর্মী কানাডায় চলে গিয়েছিলেন। সেখান থেকে আর দেশে ফেরেননি। তাঁরা সকলেই ছিলেন পিআইএ-তে কর্মরত।
পাকিস্তানের অন্যতম সেরা বিমান সংস্থার নাম পিআইএ। এক সময় এই বিমান সংস্থার ভূয়সী প্রশংসা শোনা যেত বিদেশি যাত্রীদের মুখেও। কিন্তু পিআইএ আর আগের মতো নেই। অভিযোগ, পিআইএ-তে কর্মীদের বেতনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।