ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার শিকার ৩ ভারতীয়, নিহত ১
ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের হামলায় ৩ ভারতীয় হতাহত হয়েছেন। এদের মধ্যে পাটনিবিন ম্যাক্সওয়েল নামে একজন নিহত হয়েছেন। তিনি ভারতের কেরালার কোল্লামের বাসিন্দা। এছাড়া আহত দুই ভারতীয় হলেন, বুশ জোসেফ জর্জ এবং পল মেলভিন।
তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েল-ফিলিস্তিন চলমান যুদ্ধের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রাণ হারালেন। বলা হচ্ছে, লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আক্রমণে ক্ষেতে কাজ করা একজন ভারতীয় মারা গেছে এবং অন্য দু’জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে গ্যালিলি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়। সেটি একটি ক্ষেতের মধ্যে গিয়ে পড়লে সেখানে কর্মরত লোকেরা এর কবলে পড়ে। জানা গেছে, ক্ষেপণাস্ত্র হামলায় পুড়ে যাওয়া জর্জকে কাছের বেলিনসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখ ঝলসে গেছে। তার অপারেশন করা হয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি ভারতে তার পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন।
এদিকে, মেলভিন সামান্য আঘাত পেয়েছেন এবং তাকে উত্তর ইসরাইলের জিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কেরালার ইদুক্কির বাসিন্দা। প্রসঙ্গত, ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের পাশবিক ও বর্বর হামলায় এ পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ হাজারের বেশি শিশু রয়েছে। গৃহহীন হয়েছেন কমপক্ষে ১৪ লাখ সাধারণ মানুষ।
ওদিকে, ভারতীয় নাগরিকের হতাহতের ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল একে সন্ত্রাসী ঘটনা বলে অভিহিত করেছে। ভারতে তাদের দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বার্তা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ডিসেম্বরে, গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইরত ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সৈনিক গিল ড্যানিয়েলস নিহত হয়েছিল। ৩৪ বছর বয়সী গিলের পরিবার একসময়ে মহারাষ্ট্রের বাসিন্দা ছিল। তার জন্ম ও বেড়ে ওঠা অবশ্য ইসরায়েলেই। গত ১০ অক্টোবর থেকে তিনি যুদ্ধে জড়িত ছিলেন। এছাড়া গত নভেম্বরে নিহত হয়েছিল ২০ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সৈনিক হ্যালেল সলোমন।