খালিস্তানপন্থী নেতা নিজ্জর হত্যায় অভিযুক্ত ভারত, ভিডিও প্রকাশ কানাডার
২০২৩ সালে কানাডায় খুন হয়েছিল খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর। একটি গুরুদ্বারের কাছে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় তাকে। এই হত্যাকাণ্ডে ভারতকে অভিযুক্ত করে জাস্টিন ট্রুডোর সরকার। তার পর থেকে অবনতি ঘটেছে দুদেশের সম্পর্কে। অটোয়া-নয়াদিল্লি সংঘাতের মাঝেই নিহত হওয়ার ১০ মাস পর শুক্রবার প্রকাশ্যে এল সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ।
ভিডিও অনুসারে দাবি করা হয় খালিস্তানি নেতার খুনের ঘটনা ছিল ‘কন্ট্রাক্ট কিলিং’। ভিডিওটিতে দেখা গিয়েছে, ঘটনার দিন গুরুদ্বার থেকে একটি পিক-আপ ট্রাক চালিয়ে বেরুচ্ছিল নিজ্জর। হঠাৎই একটি সাদা সেডান গাড়ি তার পথ আটকায় এবং দুজন ব্যক্তি পিক-আপ ট্রাকটির সামনে চলে আসেন। নিজ্জর তাদের রাস্তা থেকে সরতে বললে অন্য আরেকটি গাড়িতে পালানোর আগে দু’জন এলোপাথাড়ি গুলি চালিয়ে দেন। মনে করা হচ্ছে, ওই ব্যক্তিরাই নিজ্জরের হত্যাকারী।
জানা যায়, ভারত ছাড়ার পরে নিজ্জরকে কানাডায় ‘শিখস ফর জাস্টিস’ - খালিস্তানপন্থী এই সংগঠনের প্রতিনিধি নিযুক্ত হন। এছাড়া খালিস্তানপন্থী সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের প্রধান ছিলেন নিজ্জর। কয়েকবছর আগেই ‘রেফারেন্ডাম-২০২০ প্রচারাভিযান’-র দায়িত্বও পেয়েছিল নিজ্জর।
২০২০ সালেই তাকে জঙ্গি তকমা দেয় ভারত। পাঞ্জাবের ফিল্লাউরে এক হিন্দু পুরোহিতকে হত্যার ষড়যন্ত্রসহ, শিখ কট্টরপন্থা সম্পর্কিত কমপক্ষে চারটি এনআইএ মামলাতেও অভিযুক্ত ছিল নিজ্জর। জাতীয় তদন্তকারী সংস্থার তরফে গত বছরের জুলাই মাসে তার খোঁজ পেতে ১০ লাখ রুপি নগদ পুরস্কারও ঘোষণা করেছিল।