গাজায় ঘাট কোনো স্থল করিডোরের বিকল্প নয়: হামাস 

যুক্তরাষ্ট্রের তৈরি গাজার অস্থায়ী ভাসমান ত্রাণ সরবরহের ঘাট চালু করা নিয়ে গত শুক্রবার হামাস এই মন্তব্য করেছে। 

হামাস এক বিবৃতিতে জানায়, গাজায় চলমান ইসরায়েলি নৃশংস হামলা ও তান্ডবের মুখে উপত্যকার জনগণের প্রয়োজনের আলোকে সব ধরণের ত্রাণ লাভের অধিকার তাদের রয়েছে। 

হামাস বিবৃতিতে আরও বলেছে, আমরা ফিলিস্তিনি ভূখন্ডে কোন সামরিক বাহিনীর উপস্থিতির বিষয় আবার প্রত্যাখ্যান করছি। মার্কিনীদের মতে, এ ঘাট দিয়ে দিনে ১৫০ ট্রাক ত্রাণ সামগ্রি গাজায় পাঠানো সম্ভব হবে। অথচ সেখানে দৈনিক ত্রাণের চাহিদা হল ৬০০ ট্রাক।

গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলা অন্তত ৩৫,৩০৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৯,২০০ জন আহত হয়েছেন। 

ইসরায়েলি হামলায় সব কিছু ব্যাপকভাবে ধ্বংস হয়েছে ও গণউচ্ছেদের ঘটনা ঘটে চলেছে। এতে গাজার জনগণের জন্য প্রয়োজনীয় খাদ্য, আশ্রয় সামগ্রী ও অন্যান্য সরঞ্জাম সরবরাহে সীমান্ত ক্রসিংয়ে বাধাসৃষ্টি করছে ইসরায়েল। এতে সেখানে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।

মার্কিন সেনারা গত বৃহস্পতিবার ত্রাণ পাঠানোর এ ঘাটটির নির্মাণ ও চালুর কাজ সম্পন্ন করে। সেখান থেকে জাতিসংঘ বিশেষ করে বিশ্ব খাদ্য সংস্থা ত্রাণ সামগ্রি বিতরণ করবে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news