যুক্তরাজ্যে নির্বাচনের ৫ সপ্তাহ আগে বিলুপ্ত হলো পার্লামেন্ট

দেশটির ৬৫০ আসনের পার্লামেন্ট বিলুপ্তির মধ্যদিয়ে বুধবার মধ্য রাত থেকে ৫ সপ্তাহের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী ৪ জুলাই সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 

এ নির্বাচনের মাধ্যমে যুক্তরাজ্যে রক্ষণশীলদের ১৪ বছরের শাসনের অবসান এবং শ্রমিক দলের ক্ষমতা আসার সম্ভাবনা দেখা দিয়েছে। জনমত জরীপে রক্ষণশীলদের সমর্থন বেশ কমেছে। তবে সুনাকের আগাম নির্বাচন দেওয়ার মধ্যে অশুভ উদ্দেশ্য দেখতে পাচ্ছেন কেউ কেউ।

পরাজয় আঁচ করে ১২৯ জন এমপি নির্বাচনে না দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। এর মধ্যে ৭৭ জন রক্ষণশীল দলের।

ব্রিটেনে রাজনৈতিক-অর্থনৈতিক সংকট চলে আসছে ২০১৬ সাল থেকে। নানা কেলেংকারি ও অর্থনৈতিক সংকটে এ সময়ে দেশটিতে ৫ জন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news