আলেপ্পোর কাছে ইসরায়েলি বিমান হামলায় ১২ যোদ্ধা নিহত

আলেপ্পোর উত্তরের হাইয়ানা শহরের একটি কারখানায় ইসরায়েল সোমবার (৩ জুন) সকালে এ হামলা চালায়। সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানায়। এই বিমান হামলায় কারখানাটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এতে সিরিয়া সরকার সমর্থিত  ইরানপন্থী যোদ্ধারা হতাহত হয়েছেন। তাদের মধ্যে সিরিয়া ও অন্য দেশের নাগরিকরাও রয়েছেন।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুশমন ইসরায়েল মধ্যরাতের পর বিমান হামলা চালায় এতে কয়েকজন যোদ্ধা শহীদ হন এবং ক্ষয়ক্ষতি হয়েছে।  

অবজার্ভেটরি জানায়, উদ্ধারকর্মী ও দমকল কর্মীরা সেখানে আহতদের উদ্ধার এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সিরীয় ও বিদেশীদের নিয়ে গঠিত যোদ্ধারা হাইয়ানা শহরটি নিয়ন্ত্রণ করেন। সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর ইসরায়েল দেশটিতে হিজবুল্লাহর অবস্থানসহ বিভিন্ন টার্গেটে  অসংখ্য বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

ইসরায়েল সিরিয়া চালানো এসব হামলার কথা কখনো স্বীকার করে না। তবে তারা বার বার বলে আসছে, তেল আবিব তাদের জানি দুশমন ইরানকে তার অবস্থান সম্প্রসারণের কোন সুযোগ দেবে না।   সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news