মালদ্বীপে যেতে পারবেন না ইসরায়েলিরা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মালদ্বীপ ইসরায়েলের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের বরাতে রোববার স্থানীয় সংবাদমাধ্যম এডিশন. এমভি এই তথ্য জানিয়েছে।

মালদ্বীপের স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী আলী ইহসান বলেছেন, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে সরকার প্রয়োজনীয় আইনি পরিবর্তন আনবে। এই সিদ্ধান্তটি কার্যকরে মন্ত্রিসভার একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের সঙ্গে মালদ্বীপের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে প্রবালপ্রাচীরের জন্য বিখ্যাত দেশটির সৌন্দর্য উপভোগ করতে সেখানে যেতে পারেন ইসরায়েলিরা। উল্লেখ্য, ২০২৩ সালে ১১ হাজার ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণ করেন। যা দেশটিতে গত বছর যাওয়া মোট পর্যটকের ০ দশমিক ৬ শতাংশ।

এদিকে গত বছরের ৭ অক্টোবর  থেকে গাজায় পৈচাশিক হামলা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে অন্তত ৩৬,৪৩৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৮২,৬২৭ জন আহত হয়েছেন।   সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news