গাজার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে গান্তজ-গ্যালান্টের সঙ্গে ব্লিঙ্কেনের ফোন আলাপ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অন্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়েভ গ্যালান্ট ও যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজের কাছে পৃথক ফোন কলে এনিয়ে কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রস্তাবের কথা ঘোষণা করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানিয়েছে। 

 নেতানিয়াহুর জোট সরকারের শরিক দলের মন্ত্রী গ্যালান্ট ৮ জুনের মধ্যে গাজার যুদ্ধোত্তর পরিকল্পনার ব্যাপারে একটি মতৈক্যে পোঁছার জন্য তাকে আল্টিমেটাম দিয়ে বলেছেন, অন্যথায় তিনি সরকার থেকে বেরিয়ে যাবেন। 

গাজায় ২৪০ দিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল । ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যায় নিহত হয়েছেন অন্তত ৩৬,৪৩৯ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৮২,৬২৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news