বিশ্বে সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইরানসহ ৫ দেশে

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বব্যাপী মোট এক হাজার ১৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য রেকর্ড করা হয়েছে। সূত্র:বিবিসি

বিশ্বের পাঁচটি দেশে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

[৪] সেই দেশগুলো হলো, চীন, ইরান, সৌদি আরব, সোমালিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র।

ওই বছর রেকর্ডকৃত কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের ৭৪ শতাংশই হয়েছে ইরানে। অ্যামনেস্টি বলছে, সংখ্যার হিসাবে তা অন্তত ৮৫৩।

সেই সাথে ১৫ শতাংশ ঘটেছে সৌদি আরবে।

অ্যামনেস্টির ধারণা, চীনেও প্রতি বছর অনেক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

অ্যামনেস্টির প্রতিবেদনে আরও উঠে এসেছে যে ২০২৩ সালে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড দেওয়ার হার ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news