ইসরায়েলি নেতাদের মতানৈক্যে বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে সংশয়

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন যে, হামাস ৭ অক্টোবরের মতো ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী মন্ত্রিরা অবশ্য বাইডেনের এ বক্তব্যের সঙ্গে একমত নন। তারা বলছেন, হামাসকে ধ্বংস করার জন্য গাজায় যুদ্ধ অব্যাহত দরকার।

প্রায় ৮ মাস আগে উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে ইসরায়েল গাজায় আগ্রাসন, তান্ডব ও গণহত্যা শুরু করে। সেই থেকে বাইডেন প্রশাসন ইসরায়েলকে এ লক্ষ্য অর্জনে সব ধরণের সমর্থন দানের ঘোষণা দেয়। সই  থেকে হোয়াইট হাউস দখলদার বর্ণবাদী দেশ ইসরায়েলকে সব ধরণে সহায়তা এবং বিপুল অস্ত্রশস্ত্র সরবরাহ করে আসছে।

 আট মাস ধরে যুদ্ধ চলার পর হামাসকে পরাজিত করা নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে চিড় ধরেছে। বাইডেন বলছেন, হামাস দুর্বল হয়ে পড়েছে তাই যুদ্ধ শেষ করার সময় এসেছে। নেতানিয়াহু ও তার মন্ত্রীরা বাইডেনের সঙ্গে একমত নন। ওয়াশিংটন যুদ্ধের দ্রুত সমাপ্তি চায়, অন্য নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে চান।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news