যুদ্ধবিরতিতে সম্মত হতে হামাস-ইসরায়েলের উপর বাড়ছে চাপ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন যে, হামাসের কাছে যেসব শর্ত দেওয়া হয়েছে তা কার্যকরে ইসরায়েলকে এখন প্রস্তত থাকতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার এই চুক্তি পুরোপুরি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। 

এদিকে দক্ষিণ ও মধ্য গাজায় ভয়াবহ বোমা হামলা অব্যাহত রয়েছে। অবরুদ্ধ রাফাহর সর্বত্র হানাদার ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের প্রচণ্ড লড়াই চলছে। 

হিজবুল্লাহর রকেট আক্রমনে জ্বলছে ইসরায়েলের উত্তরাঞ্চল। আগুণ নিভাতে প্রাণপণ চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। 

২৪১তম দিন ধরে গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেখানে অন্তত ৩৬,৪৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮২৭৭৭ জন।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news