স্থায়ী যুদ্ধবিরতি ও সেনা সরানোর স্পষ্ট প্রতিশ্রুতি ছাড়া কোন চুক্তি নয়: হামাস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত ইসরায়েলের যুদ্ধবিরতির পরিকল্পনা আলোচনার মধ্যে গাজা উপত্যাকার মধ্য ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ স্থল ও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে বহু বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। 

ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়ে দিয়েছে, ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি পালন এবং গাজা থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়ার সুস্পষ্ট প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্তু তারা কোন যুদ্ধবিরতিতে সম্মত হবে না।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও বলেছেন, হামাসকে নির্মূল করা ছাড়া তারা গাজায় যুদ্ধ বন্ধ করবেন না।

গাজাজুড়ে শিশুরাসহ মানুষ অনাহারে মারা যাচ্ছেন। যুদি খাদ্য বিতরণ ব্যবস্থার কোন পরিবর্তন না ঘটে তাহলে অন্তত জুলাই পর্যন্ত এমন ভয়াবহ অবস্থা চলতে থাকবে। দুর্ভিক্ষ বিষয়ক একটি সংস্থা এই হুশিয়ারি জানিয়েছে।

গাজায় আট মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসন ও বর্বরতায় অন্তত ৩৬,৫৫০ জন ফিলিস্তিনি নিহত এবং ৮২,৯৫৯ জন আহত হয়েছেন।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news