তিন পর্বের যুদ্ধবিরতি মেনে নিতে হামাস-ইসরায়েলের প্রতি ইইউ’র আহ্বান

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত এই ব্যাপকভিত্তিক রোডম্যাপ গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পথ প্রশস্ত করবে এবং এর প্রতি ইইউ পূর্ণ সমর্থন জানাচ্ছে। 

বোরেল বলেন, গাজায় অনেক বেশি অসামরিক লোকজন নিহত হয়েছেন। সেখান একটি স্থায়ী যুদ্ধবিরতি জরুরী। তিনি বলেন, যুদ্ধবিরতি অসামরিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করবে, গাজায় আটক জিম্মিদের মুক্তির পথ প্রশস্ত করবে এবং ফিলিস্তিনি ভূখন্ডের মানবিক সংকট দূর করবে।

ইইউ উভয় পক্ষের প্রতি তিন দফার প্রস্তাব গ্রহণ ও বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দ্বিরাষ্ট্রিক সমাধানের আওতায় টেকসই শান্তির জন্য রাজনৈতিক পুণরুজ্জীবনেরও আহ্বান জানিয়েছে।

বোরেল গাজার পুণর্গঠনে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের প্রতিও ইইউ’র সমর্থনের কথাও জানিয়েছেন।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news