দোহায় মিসর, কাতার ও মার্কিন মধ্যস্থতাকারীদের বৈঠক


গাজার যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুদ্ধবিরতির আলোচনা পুণরায় শুরুর লক্ষ্যে তিন দেশের মধ্যকারীরা বুধবার দোহায় বৈঠকে মিলিত হন। মিসরীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। 

উচ্চ পর্যায়ের সূত্র কায়রো নিউজ চ্যানেলকে জানায়, মিসরীয় প্রতিনিধিদলের সদস্যরা তাদের কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করছেন।

এর আগের শেষ দফায় দুই দিনের আলোচনা মিসরে অনুষ্ঠিত হয়। গত ৭ মে কোন ফলাফল ছাড়াই ওই আলোচনা শেষ হয়।


মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস মঙ্গলবা দোহায় পৌঁছান। অন্যদিকে বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক বুধবার কায়রো যাবেন হামাস-ইসরায়েল জিম্মি-বন্দি মুক্তির বিষয়ে আলোচনা করতে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news