চেক প্রজাতন্ত্রে ২ ট্রেনে সংঘর্ষে নিহত ৪, আহত ২০

বুধবার রাতে একটি যাত্রীবাহী ট্রেন ও মালবাহি ট্রেনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তাসংস্থাগুলো এ খবর জানিয়েছে। 

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসান বলেন, রাজধানী প্রাগ থেকে পূর্বাঞ্চলের প্রধান রেললাইনে পারদুবিস শহরে এই দুই ট্রেনের সংঘর্ষ ঘটে। 

চেক প্রজাতন্ত্রের রেলওয়ে দপ্তরের মুখপাত্র মার্টিন কাভকা বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রেজিও জেট পরিচালিত যাত্রীবাহি ট্রেনে দুর্ঘটনায় সময় তিনশরও বেশি যাত্রী ছিল। দুর্ঘটনায় অন্তত একটি বগি লাইনচ্যূত হয়। 

চেক টেলিভিশন জানায়, মালবাহি ট্রেনে বিষাক্ত ক্যালশিয়াম কার্বাইড বহন করছিল। তবে এর প্রথম দুইটি বগি খালি ছিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news