গাজায় নেতানিয়াহু সরকার সম্পূর্ণ পরাজিত হয়েছে: বিরোধীদলীয় নেতা

ইসরায়েলি বিরোধীদলীয় নেতা এভিগডর লিবারম্যান এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার অবরুদ্ধ গাজায় সম্পূর্ণ অপদস্থ হয়েছে, অন্যদিকে উত্তরাঞ্চলে পরাজিত হয়েছে এবং অব্যাহতভাবে হিজবুল্লাহর কাছে আত্মসর্ম্পন করছে। 

ওয়াইইসরায়েল বেইতেইনু পাটির প্রধান  লিবারম্যান এক্সএ দেওয়া পোস্টে বলেন, সরকার উত্তরে হিজবুল্লাহর কাছে অব্যাহতভাবে আত্মসমর্পন করেছে এবং হিজবুল্লাহ সেখানে যা চায় তাই করতে পারে।

তিনি বলেছেন, আদতে ৭ অক্টোবর থেকে চলা গাজা যুদ্ধে ইসরায়েল ‘পূর্ণ জয়ের’ পরিবর্তে ‘সম্পূর্ণ পরাজিত’ হয়েছে। লিবারম্যান বলেন, সরকার হামাসকে নির্মূল করতে পারেনি এবং সব জিম্মিকে মুক্ত করতে পারেনি। এখন দেশে নেতৃত্বের পরিবর্তন করার সময় এসেছে। 

গাজায় ইসরায়েলি বাহিনী অবিরাম গণহত্যার ২৪৬তম দিন শনিবার(৮ জুন)। এই বর্বরতায় নিহত হয়েছেন অন্তত ৩৬,৭৩১ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৩৫৩০ জন আহত হয়েছেন।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news