মার্কিন ত্রাণ ঘাট গাজার উপকূলে পুনঃস্থাপন

আল-জাজিরা আরবি বিভাগ গাজার ঘাটটি পুণঃস্থাপনের ভিডিও ক্লিপ পেয়েছে। মার্কিন সামরিক বাহিনী ৩২ কোটি ডলার ব্যয়ে ঘাটটি নির্মাণ করে। কিন্তু এটি চালু করার মাত্র এক সপ্তাহে মাথায় জোয়ারের তোড়ে ভেঙ্গে পড়ে। 

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলে মেরামত করার পর ‘ট্রাইডেন্ট ঘাটিটি’ গাজার উপকূলে পুণঃস্থাপন করা হয়েছে। এক হাজার মার্কিন সেনা ঘাটটি নির্মান করে। 

এটি থেকে গাজায় মাত্র এক হাজার মেট্রিন টন খাদ্য সহায়তা দেওয়া হয়েছে যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। ঘাটটি স্থাপনের মাত্র এক সপ্তাহ পর জোয়ারের তোড়ে সেটি ভেঙ্গে পড়ে।

ত্রাণ সংস্থাগুলো বলছে, ইসরায়েলের সেনাবাহিনী গাজার সব স্থল ক্রসিং বন্ধ করে দিয়ে গাজায় ত্রাণ পাঠানোর পথ রোধ করে রেখেছে। এসব ক্রসিং খুলে দেওয়ায় হবে গাজায় দ্রুত পর্যাপ্ত ত্রাণ পাঠানোর সবচেয়ে উত্তম উপায়।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news