মোদির আগে প্রধানমন্ত্রী চন্দশেখর এর চেয়ে কম ভোটে জিতেছিলেন 

বিজেপির এবারের নির্বাচনের ফলাফলে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল নরেন্দ্র মোদির প্রাপ্ত ভোট। 
আনন্দবাজার জানায়, বারাণসী থেকে মোদীর জয়ের ব্যবধান এবার ১ লাখ ৫২ হাজার ৫১৩টি ভোট। 
২০১৪ সালে বারাণসী থেকে ৫.৮১ লাখ ভোট পেয়েছিলেন মোদী। ব্যবধান ছিল ৩.৭ লাখ। 

২০১৯ সালে বারাণসীতে মোদি ওই কেন্দ্র থেকে ৬.৭৪ লাখ ভোট পেয়েছিলেন। ব্যবধান ছিল ৪.৭৯ লাখ। 
নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, এটাই মোদির সর্বনিম্ন জয়-ব্যবধান। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রীদের ইতিহাসেও এত কম জয়ের ব্যবধান বড় একটা দেখা যায় না।
মোদির আগে কেবল এক জন প্রধানমন্ত্রীই ছিলেন, যিনি এর চেয়েও কম ভোটে জিতে এমপি হয়েছিলেন। তিনি চন্দ্র শেখর। ১৯৯১ সালের নির্বাচনের সময়ে তিনি কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

পরিসংখ্যান বলছে, ১৯৯১ সালে চন্দ্র শেখরের জয়ের ব্যবধান ছিল দেড় লাখের চেয়েও কম। মেয়াদ ছিল মাত্র ২২৩ দিনের।

চন্দ্র শেখর ছাড়া দেশের ইতিহাসে আর কোনও প্রধানমন্ত্রী নেই, যিনি দেড় লাখের কম ব্যবধানে জিতেছেন। মোদিই ওই তালিকায় দ্বিতীয় সর্বনিম্ন হয়ে রয়ে গেলেন।
অবশ্য প্রধানমন্ত্রী থাকাকালীন নির্বাচনে হেরে যাওয়ার নজিরও রয়েছে। ১৯৭৭ সালে ৩৪.০৯ শতাংশ ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

ভোট ব্যবধানের তালিকায় এখনও পর্যন্ত সবচেয়ে উপরে রয়েছেন রাজীব গান্ধী। ১৯৮৪ সালে তিনি ৭২.১৮ শতাংশ ভোটের ব্যবধানে জিতেছিলেন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news