কাশ্মীরে তীর্থযাত্রীবাহী বাসে বন্দুক হামলা, ৯ তীর্থযাত্রী নিহত

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় রিয়াসি শহরের কাছে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৩৩ জন। হতাহতরা সবাই হিন্দু তীর্থযাত্রী। 
 হামলার পর বাসটি খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা বিশেষ মহাজন জানিয়েছেন, বাসটি হিন্দু মন্দির মাতা বৈষ্ণ দেবীর বেস ক্যাম্পে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

রিয়াসি জেলার পুলিশ প্রধান মোহিতা শর্মা সাংবাদিকদের বলেছেন, ‘বন্দুকধারীরা বাসটিতে অতর্কিত নির্বিচার গুলি চালায়। এরপর বাসটি একটি খাদে পড়ে যায়। তিনি বলেন,  আহতদের নারায়ণ হাসপাতাল ও রিয়াসি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। 

এনডিটিভি জানায়, বাসটি শিব খোরি গুহা মন্দিরে যাওয়ার পথে হামলার কবলে পড়ে। সেখান থেকে তোলা ছবিতে দেখা যায়, পাহাড়ের ধারে কিছু মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং পাশেই ক্ষতিগ্রস্ত বাসটি পড়ে আছে। স্থানীয়দেরকে উদ্ধার অভিযানে সাহায্য করতে দেখা যায়।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news