শক্তি প্রয়োগ করে গাজা থেকে সব জিম্মি মুক্ত করা সম্ভব নয়: ইসরায়েলি আর্মি

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগারি এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন। ইসরায়েলের চ্যানেল-১২ এখবর সম্প্রচার করে। তিনি বলেন, রাফাহ’র হামলায় একজন অফিসারসহ ৮ ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা তারা তদন্ত করছেন। 

শনিবারে রাফাহতে হামাসের হামলা হল ৭ অক্টোবরের পর দ্বিতীয় সবচেয়ে মারাত্মক হামলা। এ নিয়ে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়াল ৬৫৮ জনে। এরমধ্যে গাজায় স্থল হামলা শুরুর পর নিহত হয় ৩০৬ সেনা। 

ইসরায়েলি সেনাবাহিনী এর আগে স্বীকার করে যে, রাফাহতে তাদের সামরিক যানে হামাসের বোমা হামলায় ৮ সেনা নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি হামলা ও গণহত্যায় অন্তত ৩৭ হাজার ২৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ নারী, শিশু ও বয়স্ক মানুষ।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news