ইসরায়েলি হামলায় গাজায় আরেক সাংবাদিক নিহত, মোট নিহত ১৫১

নিহত সাংবাদিকের নাম মোহাম্মাদ কাসেম। তিনি স্থানী একটি ওয়েবসাইটে কাজ করতেন। এ নিয়ে গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়াল ১৫১। ই

গাজার মিডিয়া অফিস জানায়, সোমবার এই সাংবাদিক ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হন। তবে কোথায় এবং কিভাবে তিনি নিহত হন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি মিডিয়া অফিস। 

গত ২৪ মে প্যারিস ভিত্তিক সাংবাদিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানায়, সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ অপরাধ সম্পর্কে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তাদের তৃতীয় অভিযোগ জমা দিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানানো সত্ত্বেও ইসরায়েল তার হামলা ও গণহত্যা অব্যাহত রেখেছে। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষোভ ও নিন্দাকে কোন পাত্তা দিচ্ছে না ইসরায়েল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news