কিমকে পাশে নিয়ে লিমুজিন গাড়ি চালালেন পুতিন

এনডিটিভি জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের ফেব্রুয়ারিতে কিম জন উনকে রুশনির্মিত একটি লিমুজিন উপহার দিয়েছিলেন। ১৮ জুন মঙ্গলবার উত্তর কোরিয়া সফরে গিয়ে কিম জং উনকে একই গাড়ি উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া-রাশিয়ার মধ্যকার সুসম্পর্ক এবং কিমের সঙ্গে সখ্যতার বিষয়টি তুলে ধরতেই কিমকে নিয়ে নিজে গাড়ি চালিয়েছেন পুতিন। 

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কালো রঙের সাঁজোয়া অরাস গাড়ির চালকের আসনে বসে আছেন পুতিন। তার পাশের আসনে বসে ছিলেন কিম। 
 গাড়ি থেকে নেমে, পরে দুই নেতাকে বাগানঘেরা একটি এলাকায় পাশাপাশি হাঁটতে ও আলোচনা করতেও দেখা যায়। 

গাড়ি ছাড়াও কিমকে সেনাবাহিনীর একটি ছোরা (অ্যাডমিরাল ড্যাগার) ও একটি ট–সেট উপহার দিয়েছেন পুতিন। 

এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক জোড়া ‘পুংসান’ কুকুর উপহার দিয়েছেন কিম জং উন।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news