ইউক্রেনকে আরও ১৫ কোটি ডলারের গোলাবারূদ দিচ্ছে যুক্তরাষ্ট্র
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে এসব গোলাবারূদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে দুই জন মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন।
স্থানীয় মঙ্গলবার(২৬জুন) যুক্তরাষ্ট্র এ গোলাবারূদ সরবরাহের কথা ঘোষণা দেওয়ার কথা।
মার্কিন কর্মকর্তারা বলেন, রাশিয়ার অভ্যন্তরে বা রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকায় হামলার জন্য ইউক্রেন এখন যুক্তরাষ্ট্রের দেওয়া শস্ত্রশস্ত্র ব্যবহার করছে। এজন্য দেশটির জন্য মার্কিন গোলাবারূদ পাওয়া খুবই জরুরী হয়ে পড়েছে।
ক্রিমিয়ায় হামলার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। রোববারের ওই হামলায় চারজন নিহত ও ১৫০ জন আহত হয়েছে। এঘটনার প্রতিবাদ জানাতে সোমবার রাশিয়া মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তলব করে।
রাশিয়া ২০২৪ সালে ইউক্রেনের কাছ থেকে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি