ইউক্রেন নিয়ে রুশ ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় এক বিবৃতিতে বলেছে, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ‘ইউক্রেন ঘিরে সার্বিক পরিস্থিতি সম্পর্কে মত বিনিময় করেছেন’। 

‘আন্দ্রেই বেলোসভ ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে মার্কিন অস্ত্রের চলমান সরবরাহের সাথে পরিস্থিতির আরও অবনতির দিকে ইঙ্গিত দিয়েছেন। 

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, অস্টিন ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে যোগাযোগের লাইন বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন’।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news