জ্বালানি সংকটের কারণে শ্রীলঙ্কায় ২ সপ্তাহ সরকারি ছুটি ঘোষণা

জ্বালানি তেল ও গ্যাসের ব্যবহার কমাতে দুই সপ্তাহের জন্য সরকারি অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার। আগামী সোমবার থেকে এই ছুটি শুরু হবে।

সরকারি অফিস-আদালতে তিন দিনের সাপ্তাহিক ছুটির নির্দেশ জারির পর এবার দুই সপ্তাহের জন্য সরকারি ছুটির ঘোষণা দেওয়া হলো। জ্বালানি আমদানির মূল্য পরিশোধের মতো ডলার নেই শ্রীলঙ্কার কাছে। তাই গণপরিবহন চলাচল প্রায় বন্ধ।

পেট্রল ও ডিজেলের তীব্র সংকটের কারণে শ্রীলঙ্কার জনপ্রশাসন মন্ত্রণালয় সব বিভাগ, সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষকে সোমবার থেকে সীমিত পরিসরে যান চলাচলের নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল শুক্রবার জারিকৃত এক নির্দেশে বলা হয়েছে, ‘গণপরিবহনের ঘাটতির পাশাপাশি ব্যক্তিগত যানবাহনে জ্বালানির ব্যবস্থা করতে না পারায় অফিসে কর্মীসংখ্যা ব্যাপকভাবে হ্রাস করার সিদ্ধান্ত হয়েছে।’

দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলেছে, আগামী সোমবার থেকে দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকবে। বিদ্যুতের ব্যবস্থা থাকলে অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলেছে মন্ত্রণালয়।

১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার মজুত সংকটে দেশটির সরকার খাবার, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপণ্য আমদানি করতে পারছে না।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news