সশস্ত্র বাহিনীকে উন্নত ও শক্তিশালী করা প্রতিরক্ষা নীতিতে অগ্রাধিকার পাচ্ছে: ইরানের প্রতিরক্ষামন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা অশতিয়ান দক্ষিণাঞ্চলীয় হরমুজ প্রণালী সফরকালে নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধ জাহাজ, জাহাজ বিধ্বংসী জাহাজ ও অন্যান্য যুদ্ধাস্ত্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, নৌ, স্থল ও বিমান বাহিনীকে আরো উন্নত ও শক্তিশালী করার বিষয়টি ইরানের প্রতিরক্ষা নীতিতে অগ্রাধিকার পাচ্ছে।

 প্রতিরক্ষামন্ত্রী পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের কৌশলগত ভূ-রাজনৈতিক অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন, তার মন্ত্রণালয় ইরানের পানি সীমার নিরাপত্তা বিধানে এবং যে কোনো হুমকি মোকাবেলায় নৌবাহিনীকে উন্নত সমরাস্ত্রে সজ্জিত করবে।

প্রকৃতপক্ষে, সব দেশের নৌবাহিনী নিজের পানি সীমা ও আন্তর্জাতিক পানি সীমার নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এ কারণে এ বাহিনীকে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত করা অপরিহার্য। ইরানের উত্তর ও দক্ষিণে বিশাল  সমুদ্র উপকূল থাকায় দেশটির জাতীয় নিরাপত্তার স্বার্থে নৌবাহিনীর বিরাট গুরুত্ব রয়েছে। বিশেষ করে পারস্য উপসাগর এলাকার ভূরাজনৈতিক গুরুত্ব থাকায় এ অঞ্চলে ইরানের বিশেষ ভূমিকা আছে।

বাস্তবতা হচ্ছে, গত কয়েক দশক ধরে ইরানের ওপর কঠোর অস্ত্র নিষেধাজ্ঞা বলবত রয়েছে। কিন্তু তারপরও বিভিন্ন ধরনের সমরাস্ত্র নির্মাণে বিশেষ করে অত্যাধুনিক নৌবাহিনী গড়ে তুলতে সক্ষম হয়েছে ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসির নৌ ইউনিট। সেনাবাহিনীর  নৌ  ইউনিট এবং আইআরজিসির নৌ ইউনিট প্রত্যেকের আলাদা আলাদাভাবে বিশেষ দায়িত্ব পালন করতে হয়। নিজস্ব পানি সীমা ছাড়াও আন্তর্জাতিক পানি সীমায়ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে ইরানের এসব বাহিনী। এ কাজের জন্য ইরানের নৌ বাহিনীতে ডুবো জাহাজ, ফ্লাইং বোট, শত্রুর হামলা প্রতিহত করার জন্য পাল্টা আক্রমণ চালানোর জন্য অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করা হয়েছে।

তেহরান বহুবার বলেছে, ইরান পারস্য উপসাগর এলাকায় শান্তি চায় এবং আমরা মনে করি এ অঞ্চলে অশান্ত ও নিরাপত্তাহীনতার জন্য আমেরিকাসহ অন্য দেশের সামরিক উপস্থিতি দায়ী। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন সারা বিশ্বের কাছে ইরান শান্তির বার্তা দিতে চায় এবং আমরা মনে করি কেবলমাত্র  এ অঞ্চলের দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান ও যৌথ প্রচেষ্টায় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news