বিহারে আরও তিনটি সেতু ভেঙেছে

ভারতের বিহারে সারন জেলায় গণ্ডকী নদীর উপর তৈরি সেতুটি বৃহস্পতিবার ভেঙে পড়েছে। বিহারে এই নিয়ে গত ১৭ দিনে পর পর ১২টি সেতু ভেঙেছে। যা নিয়ে প্রশাসন উদ্বিগ্ন। 

আনন্দবাজার জানায়, ২৪ ঘণ্টায় এই নিয়ে শুধু সারনেই তিনটি সেতু ভেঙে পড়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিও থেকে দেখা যাচ্ছে, নদীর উপর তৈরি সেতুটি একেবারে মাঝখান থেকে ভেঙে পড়েছে। 

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেতু ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত করা হবে। তবে কাছেই রাস্তার কাজ চলছিল। সেই কারণে সেতুটি ভেঙে পড়তে পারে। সব দিক খতিয়ে দেখা হবে।
 গত ১৮ জুন বিহারে প্রথম সেতু ভাঙার খবর প্রকাশ্যে আসে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news