পুরুষ গ্রাহকদের টানতে পাকিস্তানের রেস্তোরাঁর বিজ্ঞাপনে ‘গাঙ্গুবাই’! বিতর্কের ঝড় করাচিতে

 পাকিস্তানের (Pakistan) রেস্তোরাঁয় পুরুষ গ্রাহকদের ডাকতে দেখা গেল আলিয়া ভাটকে! হ্যাঁ ঠিকই পড়ছেন, করাচির এক হোটেল প্রতি সোমবার পুরুষ দিবস পালন করার উদ্দেশে আলিয়া ভাটের ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র একটি জনপ্রিয় দৃশ্য ব্যবহার করেছে! তবে রেস্তোরাঁর এহেন পদক্ষেপ ভালোভাবে নেয়নি নেটিজেনরা। এই বিজ্ঞাপন প্রকাশ হতেই বিতর্ক শুরু হয়েছে (Ad controversy)। বিপাকে পড়েছে এই রেস্তোরাঁ।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিনেমায় অলিয়া (Alia Bhatt) একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন। আদি মুম্বই শহরে কামাঠিপুরায় আলিয়ার মত আর পাঁচ জন যৌনকর্মীর জীবনের লড়াইকে তুলে ধরেছেন পরিচালক। সেই সিনেমার এক দৃশ্য নিজেদের সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে করাচির ওই রেস্তোরাঁ। সেখানে আলিয়াকে দেখা যাচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে হাতছানি দিয়ে গ্রাহকদের ডাকছেন।

সেই আইকনিক দৃশ্যকে রেস্তোরাঁর বিজ্ঞাপনে ব্যবহার করা হয়। ওই রেস্তোরাঁ প্রতি সোমবার পুরুষ দিবস পালন করছে। এবং ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। সেই উপলক্ষে এই বিজ্ঞাপন ব্যবহার করে তারা। মূলত নিজেদের নতুন এই উদ্যোগের দিকে দৃষ্টি আকর্ষণ করতেই আলিয়া অভিনীত জনপ্রিয় এই ছবির সাহায্য নেওয়া হয়েছিল।


কিন্তু তা যে বুমেরাং হয়ে যাবে, তা ভাবতে পারেনি রেস্তোরাঁ মালিকেরা। নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন রেস্তোরাঁর কর্তৃপক্ষরা। অনেকের দাবি, আলিয়া ভাটের ছবি ব্যবহার করে মহিলাদেরকে অসম্মান করা হয়েছে। নারীবিদ্বেষী মনোভাবের গন্ধ পেয়েছেন অনেকেই।

যদিও এই বিজ্ঞাপন ব্যবহারের ফলে যে সমালোচনা হচ্ছে তাতে পাত্তা দিতে নারাজ ওই রেস্তোরাঁর কর্তৃপক্ষ। তাদের দাবি, সিনেমায় ব্যবহার করলে আপত্তি নেই, রেস্তরাঁয় ব্যবহার হলেই অসুবিধা! রেস্তোরাঁর এহেন প্রতিক্রিয়ার পরে ক্ষোভের আগুন আরও ছড়াতে শুরু করেছে। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news